ভারতের রাজধানী দিল্লিতে মিউনিসিপ্যাল নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আম আদমি পার্টি (আপ)। এ নির্বাচনে পরাজয়ের মাধ্যমে ১৫ বছর পর দিল্লির নিয়ন্ত্রণ হারাল বিজেপি।
দিল্লি মিউনিসিপ্যাল নির্বাচনে মোট আসন ২৫০টি। এর মধ্যে আম আদমি পার্টি ১৩৪টিতে জিতেছে। অন্যদিকে বিজেপি জিতেছে ১০৪টি আসনে এবং কংগ্রেস জিতেছে মাত্র ৯টিতে।
তবে বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা না থাকলেও এখনই মেয়র পদের আশা ছাড়তে নারাজ বিজেপি।
বুধবার সন্ধ্যায় দিল্লিতে দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল বলেন, ‘আমাদের দিল্লির অবস্থার উন্নতি করতে হবে। এ জন্য আমাদের বিজেপি, কংগ্রেসের সহযোগিতা এবং কেন্দ্র ও প্রধানমন্ত্রীর আশীর্বাদ প্রয়োজন।’
২০১২ সালের পর এই প্রথম অবিভক্ত দিল্লি পৌরসভা নির্বাচনে ভোট হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত