ইউক্রেন যুদ্ধ দীর্ঘ মেয়াদি হবে এবং এই যুদ্ধের কারণে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রতিক্রিয়ায় আমেরিকা জানিয়েছে, বিশ্বে যেকোনও মূল্যে পরমাণু যুদ্ধ ঠেকিয়ে রাখতে হবে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “পরমাণু অস্ত্র সম্পর্কে যেকোনও হালকা কথাবার্তা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ।”
প্রাইস বলেন, শীতল যুদ্ধের সময় থেকে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও খোদ রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশগুলো একটি বিষয়ে একমত আর তা হলো ‘কোনও অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেওয়া যাবে না এবং সেরকম যুদ্ধে কোনও পক্ষই জয়ী হবে না।” সূত্র: ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/কালাম