সম্পত্তির লোভ বড় লোভ। এই সম্পত্তির জন্য খুনের খবর গণমাধ্যমে প্রায় দেখা যায়। এবার পাওয়া গেল আরও ভয়ঙ্কর খবর। সম্পত্তির লোভ এতটাই চরমে পৌঁছেছে যে, এক ব্যক্তির বিরুদ্ধে নিজের মাকে খুন করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। অভিযুক্ত এরই মধ্যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে তার গৃহপরিচারককেও।
জানা গেছে, বীণা কাপুর নামে ৭৪ বছর বয়সি এক বৃদ্ধার খোঁজ মিলছিল না। গত মঙ্গলবার তার আবাসনের পক্ষ থেকে স্থানীয় জুহু পুলিশে অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। ওই বৃদ্ধার মোবাইল ফোনের লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, সেটি তার আবাসনেই রয়েছে। কিন্তু তার ছেলে রয়েছেন পানভেল এলাকায়।
পরের দিন বৃদ্ধার ছেলে ও তার গৃহপরিচারককে থানায় ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীনই খুনের কথা স্বীকার করেন ৪৭ বছর বয়সি ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, রাগের বশে বেসবলের ব্যাট দিয়ে তার মায়ের মাথায় একাধিকবার আঘাত করেছেন ওই ব্যক্তি। সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই মায়ের উপর তিনি আক্রমণ করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত। খুনের পর মায়ের মরদেহ রায়গড় জেলার একটি নদীতে ফেলে দেন বলে জানিয়েছেন অভিযুক্ত।
খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তের পরিচারককেও। প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি। বৃদ্ধার বড় ছেলে বিদেশে থাকেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারায় মামলা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/কালাম