রাশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ফিরেছেন দেশটির বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার। তার বিনিময়ে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বোটকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্রে ২৫ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, গ্রাইনারের যুক্তরাষ্ট্রের মাটিতে পা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত, সমর্থক, প্রিয়জন ও মার্কিন কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেন।
গাঁজার নির্যাস বহনের অভিযোগে গ্রিনারকে গত ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রুশ বার্তা সংস্থাগুলো জানায়, গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি বিমানবন্দরে এই বন্দী বিনিময় হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল