ইউক্রেনে যুদ্ধে চলছে স্থবিরতা। তেমন খবরই ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ। তিনি জানিয়েছে, রাশিয়া কিংবা ইউক্রেন কেউই ঠিকঠাক সুবিধা করতে পারছে না, কোনো পক্ষেরই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।
ইউক্রেনের এই গোয়েন্দা প্রধান আরও জানিয়েছেন, কিয়েভ যুদ্ধে আরও সুবিধা করতে পশ্চিমাদের অস্ত্রের অপেক্ষায় আছে।
কিরিলোর মতো পরিস্থিতি একেবারেই থমকে আছে। পরিস্থি সামনের দিকে আগাচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধানের দাবি, রাশিয়া এখন একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে। তারা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অন্যদিকে বিভিন্ন স্থানে থমকে আছে ইউক্রেনের সেনারা, তারাও সামনের দিকে আগাতে পারছে না।
কিরোলো বলেছেন, ‘আমরা তাদেরকে (রুশ সেনা) পুরোপুরি পরাজিত করতে পারছি না। তারাও পারছে না।’ ‘আমরা নতুন অস্ত্র সরবরাহের জন্য পথ চেয়ে আছি, আমরা আরও আধুনি অস্ত্র চাই।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল