৩৬ ঘণ্টা অস্ত্রবিরতি সত্ত্বেও ইউক্রেন একপাক্ষিকভাবে রাশিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এমন অভিযোগ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে- লুহানস্ক, দোনেতস্ক এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে তাদের সামরিক অবস্থান আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। তবে এটা সত্ত্বেও তাদের সেনারা অস্ত্রবিরতি পালন করছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লেইম্যানে তাদের অবস্থান লক্ষ্য করে চারটি মর্টারশেল নিক্ষেপ করা হয়েছে।
উল্লেখ্য, অর্থোডক্স খ্রিষ্টানদের বড়দিনের উৎসব উদযাপনের সুযোগ করে দিতে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির আদেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ ঘোষণাকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।
ইউক্রেনে গত বছর ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর এই প্রথম পূর্ণাঙ্গ কোনো যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন। ক্রেমলিন জানায়, গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল