যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছরের এক শিশু গুলি চালিয়েছিল তার শিক্ষিকার ওপর। ওই বন্দুক হামলায় গুরুতর আহত হন শিক্ষিকা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ভয়াবহ কাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেই থেকেই ওই স্কুলটি বন্ধ রাখা হয়েছে।
ভার্জিনিয়ার ওই স্কুলটি বিবৃতিতে জানিয়েছে, পরিস্থি সামাল দিতে এবং মানসিক ধকল কাটিয়ে উঠতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের একটু সময় দিতেই স্কুল বন্ধ রাখা হয়েছে।
২৫ বছর বয়সী আবি জিওরনার এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলেই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এখনও গুলি চালানো শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সে কী অবস্থায় আছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল