১২ জানুয়ারি, ২০২৩ ১৯:২৩

নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিলেন সৌদির ২৫০ নারী

অনলাইন ডেস্ক

নিরাপত্তা বাহিনীর 
বিশেষ প্রশিক্ষণ নিলেন সৌদির ২৫০ নারী

২০১৯ সালে সৌদি আরব নারীদের সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়

২৫০ জনের অধিক সৌদি নারী নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি আরবের প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, সৌদি আরবের সশস্ত্র বাহিনী থেকে এই নারীরা ‘কূটনৈতিক এবং হজ ও উমরাহ’ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

এই নারীরা চতুর্থ ব্যাচ যারা এই ধরনের প্রশিক্ষণ নিলেন।

২০১৯ সালে সৌদি আরব নারীদের সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত ভর্তি পোর্টালে এখন নারী-পুরুষ উভয় আবেদন করতে পারেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, সৌদি নারীরা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, রয়্যাল সৌদি স্ট্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসে যোগদান করতে পারেন। একইসঙ্গে তারা সেনা, ল্যান্স কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসেবেও যোগদান করতে পারেন। সূত্র: আল আরাবিয়া

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর