ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগের তিন মাস পর সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তার স্থলাভিষিক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেনের সামরিক বাহিনীর একজন শীর্ষ কমান্ডার এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ইউক্রেনে তাদের (রাশিয়া) যুদ্ধ পরিকল্পনা অনুসারে যাচ্ছে না। এ কারণে তারা নতুন কমান্ডার নিয়োগ করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর উপপ্রধান ওলেক্সি হরোমভ বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছি, ধারাবাহিকভাবে রাশিয়া কমান্ডার পরিবর্তন করে যাচ্ছে।
ইউক্রেনের প্রধান অভিযানিক দপ্তরের এই কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে এইভাবে তারা কমান্ডার পরিবর্তন করতো না। তাদের সর্বশেষ পরিবর্তন সর্বপ্রথম এই ইঙ্গিত দেয় যে, রুশ সেনা র্যাংকের কমান্ড এবং কন্ট্রোল ব্যবস্থাপনা পদ্ধতির (ম্যানেজমেন্ট সিস্টেম) সমন্বয় প্রয়োজন। রুশ কমান্ডাররা যেভাবে চাচ্ছে সেভাবে সবকিছু হচ্ছে না। ভবিষ্যতে আবার কী হয় আমরা তা দেখবো। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল