প্রথমবারের মতো জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনকে অস্ত্রসহায়তা হিসেবে অত্যাধুনিক ট্যাংক দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য।
শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানায়, ইউক্রেনকে চ্যালেঞ্জার–২ অত্যাধুনিক ট্যাংক দিতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। যুক্তরাজ্যে নিয়োজিত রুশ দূতাবাস এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, সংঘাতপীড়িত অঞ্চলে ট্যাংক সরবরাহ শত্রুতা আরও গভীর করবে। এটা কম্ব্যাট অপারেশন আরও বৃদ্ধি করবে। আর ফলে বেসামরিক নাগরিকসহ হতাহতের সংখ্যা বাড়বে। ইউক্রেনকে ট্যাংক প্রদান করার মাধ্যমে সংঘাত দীর্ঘ করতে লন্ডনের ‘ইচ্ছার নিশ্চয়তা’ পেয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে বিবিসির খবর, যুক্তরাজ্যের এ ঘোষণার পর টুইট করে ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, ‘এটা যুদ্ধে আমাদের অবস্থান জোরালো করবে। পাশাপাশি সহায়তার বিষয়ে অন্য মিত্রদেরও সঠিক বার্তা দেবে।’
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক ও ভারী অস্ত্রসহায়তা চেয়ে আসছিলেন। তার মতে, এসব অস্ত্র ছাড়া যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করা কঠিন হয়ে যেতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল