ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সময় ক্ষেপণে ‘রাশিয়ার সন্ত্রাস’ থামবে না, কিংবা কোনো ধরনের সান্ত্বনাতেও তাদের হামলা বন্ধ হবে না। রুশ সেনাদের কেবল যুদ্ধের ময়দানে থামানো যাবে।
শনিবার রাত্রীকালীন বক্তব্যে জেলেনস্কি এই মন্তব্য করেন। রাশিয়ার সন্ত্রাস কী থামানো সম্ভব? স্বগতোক্তি করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ থামানো সম্ভব।’
তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধের বাইরে অন্য কোনোভাবে কী রাশিয়াকে থামানো সম্ভব? জেলেনস্কি নিজেই জবাব দেন, ‘না, থামানো সম্ভব না। এটা অবশ্যই আমাদের জমিনে, আকাশে এবং আমাদের সমুদ্রে করতে হবে।
রাশিয়াকে থামানোর লক্ষ্য অর্জন প্রসঙ্গে জেলেনস্কি বলেন, এটা করতে অস্ত্র প্রয়োজন। আর সেসব অস্ত্র ইউক্রেনের অংশীদারদের গুদামে আছে। সমরাস্ত্রের জন্য তাদের সেনারা অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল