ইউক্রেনজুড়ে ফের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার সবচেয়ে বড় হামলাটি চালানো হয় দেশটির পূর্বাঞ্চলের দনিপ্রো শহরে। সেখানকার একটি আবাসিক ভবনে চালানো হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছে।
দনিপ্রো ছাড়াও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে রাজধানী কিয়েভ, খারকিভ, ওডেসা ও আরও বেশ কয়েকটি শহরে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশির ভাগ এলাকা এখন অন্ধকারে।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারাবাহিক এসব হামলার কথা জানিয়েছে। তবে ইউক্রেনের কোন কোন শহরে রাশিয়ার বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তা জানানো হয়নি। বলা হয়েছে, শুধু ইউক্রেনের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে রাশিয়া আবাসিক ভবনে হামলার দায় অস্বীকার করেছে।সোমবার ইউক্রেনের পুলিশ জানিয়েছে, দনিপ্রোর আকাশচুম্বী ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে। টেলিগ্রাম বার্তায় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল