২৭ জানুয়ারি, ২০২৩ ২০:১৫

বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘ সময় কাজের কথা ভাবছে ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক

বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘ সময় কাজের কথা ভাবছে ব্রিটেন

ফাইল ছবি

ব্রিটিশ সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি শিক্ষার্থীদের দীর্ঘ সময় কাজ করার অনুমতি দেওয়ার কথা ভাবছে। তবে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

শূন্যপদ পূরণের মাধ্যমে এমন উদ্যোগ হতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস পত্রিকা। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকার এখনো একমত হতে পারেনি।

সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, আতিথেয়তা ও খুচরা ব্যবসার মতো ক্ষেত্রগুলোতে ঘাটতি মোকাবেলায় যুক্তরাজ্য বিদেশি শিক্ষার্থীদের আরো বেশি খণ্ডকালীন চাকরি নিতে উৎসাহিত করার উপায় খুঁজছে।

বিদেশি শিক্ষার্থীদের কাজের সময়সীমা সপ্তাহে ২০ ঘণ্টা থেকে বাড়িয়ে ৩০ ঘণ্টা করা বা এই সময়সীমা সম্পূর্ণরূপে তুলে নেয়ার বিষয়ে সরকার আলোচনা শুরু করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময় কাজ করার বাধা সরিয়ে নেয়া এবং শিক্ষার্থীদের কাজ করতে উৎসাহিত করার জন্য তারা আর কী করতে পারে তা খতিয়ে দেখছেন মন্ত্রীরা।

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর