২৯ জানুয়ারি, ২০২৩ ২২:৫৫
জোরদার হচ্ছে ইসরায়েলি সশস্ত্র পদক্ষেপ

পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা

ইসরাইলি সশস্ত্র পদক্ষেপ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাতে কারাম আলী আহমাদ সালমান নামে ১৮ বছর বয়সী ওই তরুণকে অবৈধ কেদুমিম ইহুদি বসতির কাছে সশস্ত্র অবস্থায় দেখে গুলি করে হত্যা করা হয়।

সালমানের হাতে একটি হ্যান্ডগান ছিল বলে ইসরায়েলি সেনাদের দাবি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে। ইসরায়েলি সরকারি কর্মকর্তারা দাবি করেছেন, “রাত ১১টা ৫০ মিনিটের সময় সালমানকে কেদুমিম ইহুদি বসতি এলাকার নজরদারি ক্যামেরায় চিহ্নিত করা হয় এবং তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।”

এদিকে, ইহুদিবাদী ইসরায়েল সরকার আল-কুদস শহরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সশস্ত্র ব্যবস্থা জোরদার করার জন্য ইসরায়েলি নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেয়ার ঘোষণা দিয়েছে। গত শুক্রবার রাতে পূর্ব জেরুজালেম আল-কুদস শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের গুলিতে সাত ইসরায়েলি নিহত হওয়ার পর এই ঘোষণা দেয়া হলো।

শনিবার জরুরি বৈঠকের পর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোরালো, দ্রুত এবং সুনির্দিষ্ট জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, তার মন্ত্রিসভা ইসরায়েলি জনগণের হাতে হাতে বন্দুক তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে ফিলিস্তিনিদের হামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এছাড়া ইহুদি বসতিগুলোতে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হবে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর