যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারণা শুরু করেছেন । প্রার্থিতা ঘোষণার পর শনিবার প্রথমবারের মতো প্রচারণা শুরু করেন তিনি।
আগাম ভোট দেওয়ার সুযোগ আছে এমন দুটি অঙ্গরাজ্য সফরের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন সম্ভাব্য রিপাবলিকান এই প্রার্থী। একই সঙ্গে ধীরে প্রচারণা শুরুর সমালোচনা উড়িয়ে দিয়েছেন তিনি।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের চেয়ে এখন আমি আরও বেশি ক্ষুব্ধ, আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ। সালেমে নিউহ্যাম্পশায়ার রিপাবলিকান পার্টির বার্ষিক সভার ছোট্ট জমায়েতে তিনি এ কথা বলেন। পরে তিনি সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ায় যান। অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনে প্রায় ২০০ মানুষের সামনে বক্তব্য দেন তিনি। সূত্র: সিবিএস নিউজ
বিডিপ্রতিদিন/কবিরুল