অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের ইসরায়েলি অভিযানে অন্তত ১০২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮২ জন গুলিবিদ্ধ হয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ১০টায় বেশ কয়েকটি সামরিক বাহন নিয়ে নাবলুসে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এসময় বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুজন ওয়ান্টেড ফিলিস্তিনি যোদ্ধা হোসাম ইসলিম ও মোহাম্মদ আব্দুলগনির বাড়ি ঘেরাওয়ের আগে শহরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি সেনারা। অভিযানে তারা দু’জন নিহত হয়েছেন।
এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হন।
বিডি প্রতিদিন/নাজমুল