২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০৬

ইউক্রেন সীমান্তে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক

ইউক্রেন সীমান্তে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে রাশিয়ার দুইটি এসইউ-২৫ যুদ্ধবিমান

রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির একজন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিমান দেশের ইউক্রেন সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, একটি তদন্ত দল এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছে। টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, এসইউ-২৫ অ্যাটাক বিমানটি যুদ্ধের একটি মিশন শেষে বেলগ্রোদ অঞ্চলে ঘাঁটিতে ফিরছিল। ওই সময় এটি বিধ্বস্ত হয়, আর বিমানের পাইলট নিহত হন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-নভোস্তি জানিয়েছে, বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে। ভূপৃষ্ঠে (ঘটনাস্থলে) কোনো ক্ষতি হয়নি।

বেলগ্রোদ অঞ্চলটি ইউক্রেনের সীমান্ত এবং ইউক্রেনীয় শহর খারকিভের এপারে অবস্থিত। সম্প্রতি এই অঞ্চলে ইউক্রেনের গোলা নিক্ষেপসহ বেশ কয়েকটি অঘটন ঘটেছে। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর