রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিলম্বিত সরমাট ইন্টারকন্টিন্যান্টাল ব্যালিস্টিক মিসাইল চলতি বছর মোতায়েন করা হবে। প্রতিবেশী ইউক্রেনে আক্রমণের বছরপূর্তির পূর্বে রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।
আরএস-২৮ সরমাট তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র। পশ্চিমা বিশ্লেষকরা এটাকে শয়তান-২ বলে অভিহিত করেছে। ২০১৮ সালে পুতিন এই ক্ষেপণাস্ত্র ২০২২ সালে মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ ভ্রমণের আগে রাশিয়া সরমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কিন্তু সেই টেস্ট ব্যর্থ হয়েছে। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সরমাট ক্ষেপণাস্ত্রটি ১১৫ ফুট দীর্ঘ। পুতিন বলেন, রাশিয়ার শত্রুদের এই ক্ষেপণাস্ত্র দ্বিতীয়বার চিন্তার কারণ হবে। এই ক্ষেপণাস্ত্রের গতি ১৮ হাজার কিলোমিটার। নিউক্লিয়ার ওয়্যারহেড থাকা এই মিসাইল একাধিক টার্গেটযোগ্য যান বহন করতে পারে যেগুলে ভিন্ন ভিন্ন বিষয়কে লক্ষ্যবস্তু বানাতে পারবে।
‘পিতৃভূমি রক্ষা দিবস’ এ দেওয়া পুতিনের একটি বক্তব্য বৃহস্পতিবার প্রচার করা হয়। এতে পুতিনকে বলতে শোনা যায়, আমরা তিনটা ক্ষেপণাস্ত্র শক্তিশালী করতে বিশেষ মনোযোগ দেই। এই বছর প্রথমবারের মতো সরমাট মোতায়েন করা হবে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল