তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূম্পিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় হালমাহেরা দ্বীপে এই কম্পন অনুভূত হয়।
দ্য ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০ কিলোমিটার।
তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে দেশটির পাপুয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্পে একটি ওয়াটারফ্রন্ট রেস্তোরাঁ ভেঙে পড়ে। এতে অন্তত চারজন নিহত হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। জয়পুরা শহরের ঠিক দক্ষিণ-পশ্চিমে ২২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের আঘাতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ারি সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে যায়। সূত্র: জাকার্তা পোস্ট, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম