যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পুতিনের ধারনা ভুল প্রমাণিত হয়েছে। সবাই ইউক্রেনের পাশে আছে।
ইউক্রেন যুদ্ধে এক বছর পূর্তির দিনে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনকে আরও ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।
ইউক্রেনে সেনা অভিযান চালানো রাশিয়ার শক্তি আরও কমানোই মার্কিন নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য। আর যুদ্ধের কবলে পড়ে ধুকতে থাকা ইউক্রেনকে চাঙা রাখতে ২ বিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। এই সহায়তার আওতায় কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করা হবে।
যুক্তরাষ্ট্রসহ জি সেভেনভুক্ত দেশসমূহ রাশিয়ার ২০০ অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্বতন্ত্র ব্যক্তি ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে চলেছে।
এছাড়াও ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনাও করছে জি সেভেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘পুতিন ভেবেছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আমেরিকা প্রতিশ্রুতি রাখতে পারবে না। বিশ্ব (ইউক্রেনের দিক থেকে) অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ‘তিনি (পুতিন) ভুল ছিলেন। এক বছর পর দেখা গেল, ইউক্রেন সাহসের সাথে লড়ছে, তারা পালাচ্ছে না। আর আমাদের সহায়তাও অব্যাহত আছে, যতদিন লাগে থাকবে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল