২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:১৭

দীর্ঘ পাল্লার অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করলো ইরান

অনলাইন ডেস্ক

দীর্ঘ পাল্লার অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করলো ইরান

ইরানি ক্ষেপণাস্ত্র

এক হাজার ৬৫০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে 'পাভে'। 

এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্স। খবর-পার্সটুডের।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল 'খাবার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে।

তিনি বলেছেন, ‘পাভে হচ্ছে ইরানের তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর আগে সুমার, হুয়াইযা ও তালাইয়া নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এগুলোর পাল্লা তুলনামূলক কম ছিল। এখন বেশি পাল্লার পাভে ক্ষেপণাস্ত্রও এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে।’

ইরানের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে জানিয়ে হাজিজাদে বলেন, ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার ক্ষমতা কারো নেই। কোনো দেশই এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে পারবে না।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের গতিবিধির ভিত্তিতে এর পরবর্তী অবস্থানটা কোন পয়েন্টে হবে তা ধারণা করার মাধ্যমে শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। কিন্তু ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি সংক্রান্ত কোনো পূর্ব ধারণা পাওয়া শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে সম্ভব হবে না।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর