৫ এপ্রিল, ২০২৩ ১৩:৩০

চীনের আমন্ত্রণে বৃহস্পতিবার বেইজিংয়ে ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক

চীনের আমন্ত্রণে বৃহস্পতিবার বেইজিংয়ে ইরান-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

আগামীকাল বৃহস্পতিবার চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। 

বুধবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রায় তিন সপ্তাহ আগে বেইজিংয়ে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীন ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। শর্ত ছিল দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন এবং চুক্তি স্বাক্ষরের ২ মাসের মধ্যে কূটনৈতিক মিশন বিনিময় করবেন। 

গত রবিবার সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীগণ টেলিফোনে আলাপ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর বিগত ৩ সপ্তায় অন্তত তিন দফা টেলিফোন সংলাপ করেন তারা।

কয়েক মাস ধরে আলোচনার পর ইরান ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করার ব্যাপারে সম্মত হয়। সেইসঙ্গে দু'দেশের দূতাবাস পুনরায় চালু করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে গত ১১ মার্চে চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ বছর পর দেশ দু'টি নিজেদের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালু করতে সম্মত হয়েছে।

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর