১১ এপ্রিল, ২০২৩ ১২:২৩

বার্লি নিয়ে চীনের সঙ্গে অস্টেলিয়ার বিরোধ মিটমাট হচ্ছে

অনলাইন ডেস্ক

বার্লি নিয়ে চীনের সঙ্গে অস্টেলিয়ার বিরোধ মিটমাট হচ্ছে

অস্ট্রেলিয়ার বার্লি আমদানির ওপর মোট ৮০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন

বার্লি নিয়ে চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরোধ নিষ্পত্তি হচ্ছে। মঙ্গলবার অস্ট্রেলিয়া জানিয়েছে, চীনের সঙ্গে তাদের দ্বান্দ্বিক সম্পর্ক স্থিতিশীল হচ্ছে।

অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের উষ্ণ ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করে। এতে চীনের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। 

অস্ট্রেলিয়ার সাবেক কনজারভেটিভ সরকার ক্ষমতায় থাকার সময় চীন দেশটির ওপর বার্লি, গরুর মাংস এবং কোমল পানীয় এর ওপর ব্যাপক শুল্ক আরোপ করে। প্রতিশোধ হিসেবে অস্ট্রেলিয়া বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করে। 

এরপর অস্ট্রেলিয়ায় ক্ষমতায় আসে মধ্যবামপন্থি সরকার। গত বছরের মে মাসে নির্বাচনের পর চীনের সঙ্গে এই সরকার তুলনামূলক কম মুখোমুখি হওয়ার অবস্থান নিয়েছে। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘চীন বার্লির ওপর আরোপ করা শুল্ক পর্যালোচনার আশ্বাসের পর তারা সাময়িকভাবে অভিযোগ প্রত্যাহার করবেন।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর