১২ এপ্রিল, ২০২৩ ১৩:০৭

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি-বিহার

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি-বিহার

প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি ও বিহার। ওই দুই রাজ্যে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ ভূমিকম্পে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

পাশাপাশি একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিল ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়। সূত্র: ইন্ডিয়া টাইমস

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর