২০ এপ্রিল, ২০২৩ ১২:৪৫

বাল্যবিয়েতে শীর্ষে দক্ষিণ এশিয়া: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

বাল্যবিয়েতে শীর্ষে দক্ষিণ এশিয়া: জাতিসংঘ

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বাল্যবিয়ের শিকার কন্যার বাস। করোনার কারণে অর্থনৈতিক সংকট দেখা দেয়ায় এই অঞ্চলে বাল্যবিয়ে বেড়েছে বলে দাবি করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটির দেওয়া তথ্য মতে, দক্ষিণ এশিয়া অঞ্চলে ২৯ কোটি বাল্যবধূ আছে। বৈশ্বিক হিসাবে এখানেই ৪৫ শতাংশ বাল্যবধূর বাস। 

বুধবার ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক নোয়ালা স্কিনার বলেছেন, দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়। আর এই কারণে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। 

বাংলাদেশ, ভারত ও নেপালের ১৬টি এলাকার মানুষের সাথে কথা বলেছে ইউনিসেফ। এখানকার অনেক বাবা-মা মনে করেন, শিক্ষার চেয়ে মেয়েদের বিয়ে দেওয়াই ভালো।

 

সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর