১৬ মে, ২০২৩ ০৭:৩৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত, আহত ৯

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত, আহত ৯

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার ফার্মিংটন শহরে হয় এ ঘটনা। 

এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন আরও নয়জন। পুলিশের অভিযানে মৃত্যু হয়েছে হামলাকারীরও। 

জানা গেছে, একটি গির্জার বাইরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ১৮ বছর বয়সী এক বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তাঘাট। 

আতঙ্কে শহরের স্কুলগুলোতে দেয়া হয় লকডাউন। অবশ্য হামলাকারীর মৃত্যুর পর স্কুলগুলো থেকে লকডাউন তুলে নেয়া হয়। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনও।

সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর