২০ মে, ২০২৩ ১১:৫১

কিছু আরব নেতা চোখ বন্ধ করে অন্ধের ভান করে আছে, অভিযোগ জেলেনস্কির

অনলাইন ডেস্ক

কিছু আরব নেতা চোখ বন্ধ করে অন্ধের ভান করে আছে, অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে কিছু আরব নেতা চোখ বন্ধ করে অন্ধের ভান করে আছে। এমন অভিযোগই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরব লিগের সম্মেলনে অংশ নিয়ে শুক্রবার এই মন্তব্য করেন তিনি। 

আরব লিগে থাকা দেশগুলোর মধ্যে কেবল সিরিয়াই প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন করে আসছে। আর বাকিরা সবাই রাশিয়ার সাথে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে।

জেলেনস্কি এ বিষয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনক, বিশ্বে ও আরব লিগে কিছু নেতা আছে যারা (রাশিয়ার) অবৈধ আগ্রাসনের বিষয়ে চোখ বন্ধ করে অন্ধের ভান করে আছে।’

এসময় ইরানের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন জেলেনস্কি। তার দাবি, শাহেদ ড্রোন সরবরাহ করে রাশিয়াকে সাহায্য করছে ইরান। যদিও ইরান আরব লিগভুক্ত দেশ নয়। ইরান অবশ্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।


সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর