৪ জুলাই, ২০২৩ ০৬:১৬

ন্যাটোতে যোগদানে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক: এরদোয়ান

অনলাইন ডেস্ক

ন্যাটোতে যোগদানে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

ন্যাটোতে যোগদানে সুইডেনের বিরোধিতা করে যাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই মন্তব্য করেছেন। 

সোমবার এক বক্তৃতায় এরদোয়ান বলেন, ‘সুইডেন সকল দাবি না মানা পর্যন্ত আমরা বিরোধিতা করে যাব।’ 

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে মস্কোর দুই প্রতিবেশী ফিনল্যান্ড এবং সুইডেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে। কিন্তু তুরস্ক প্রথম থেকে সুইডেনের ন্যাটো সদস্য হিসেবে অন্তর্ভুুক্তকরণে আপত্তি জানিয়ে আসছে। তুরস্কের পিকেকে ও ফেটো সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে দেশটির সদস্য হতে আপত্তি জানায় আঙ্কারা। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তার দেশের প্রত্যাশা বা দাবিদাওয়া সুইডেনের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এরদোয়ান বলেন, ‘গতবছর আমরা যা বলেছি এখনও সেই নীতিতে অবিচল রয়েছি। আমরা চাই না তারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফেটোর সদস্যদের আশ্রয় দিক। আর আমি বলতে চাই, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত  এখান থেকে আমরা পিছু হটব না।’ সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর