২১ জুলাই, ২০২৩ ১০:৫৮

দুই দিনের ব্যবধানে এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মাহমুদ আব্বাস-নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

দুই দিনের ব্যবধানে এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মাহমুদ আব্বাস-নেতানিয়াহু

(বাঁ থেকে) নেতানিয়াহু, এরদোয়ান ও মাহমুদ আব্বাস

দুই দিনের ব্যবধানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জানা গেছে, আগামী ২৫ জুলাই তুরস্ক সফরে যাবেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। আর এর দু’দিন পর ২৮ জুলাই তুরস্কে যাবেন নেতানিয়াহু।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানাবেন। আলোচনায় থাকবে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সবশেষ পরিস্থিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়াবলি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর আসন্ন তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনও ইসরায়েলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন।

তুরস্কের এই কূটনৈতিক তৎপরতা এমন একসময় এল, যখন ফিলিস্তিন-ইসরায়েল শান্তিপ্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। বাড়ছে সহিংসতা।

তুরস্ক-ইসরায়েলের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। গত বছরের আগস্টে তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। সূত্র: মিডল ইস্ট মনিটর, ডেইলি সাবাহ, আরব নিউজ, দ্য নিউ আরাব

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর