টমেটোর আকাশ ছোঁয়া দাম নিয়ে ভারতে হট্টগোল কম হয়নি। তবে কেবল টমেটো নয় দেশটিতে অন্যান্য সবজির দামও চড়া। আর অনেকদিন ধরেই এই উচ্চমূল্য অব্যাহত রয়েছে।
কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে চারা রোপণে দেরি হওয়ায় সময় মতো ফসল ঘরে তোলা যাচ্ছে না।
ছয় মাসের মধ্যে ভারতে চলতি বছরের জুনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সবজির দাম। প্রতিমাসে গড়ে সবজির দাম বেড়েছে ১২ শতাংশ।সাধারণত ফসল সংগ্রহ শুরু হওয়ায় আগস্ট মাসে ভারতে সবজির দাম কমে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর অক্টোবর পর্যন্ত সবজির দাম চড়া থাকতে পারে।
মুম্বাইর ব্যবসায়ী অনীল পাতিল বলেছেন, ‘বৃষ্টিহীনতার কারণে এবার সবজি সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে। এ বছর আমরা দীর্ঘ সময় ধরে সবজির চড়া দাম প্রত্যক্ষ করছি।’
ভারতে টমেটোর দামই বেড়েছে ১৪০ শতাংশ। বর্তমানে পাইকারি বাজারে এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ রুপিতে।
বিডি প্রতিদিন/নাজমুল