২ আগস্ট, ২০২৩ ০৯:১৯

ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চেয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চেয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে ‘পাকিস্তান মিনারেল সামিট’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

শেহবাজ শরিফ বলেন, বিগত ৪ বছর ধরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে যে শীতলতা চলছে, তার অবসান হওয়া দরকার। 

একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে যেসব সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।

শেহবাজ শরিফ বলেন, “আমরা সবার সঙ্গেই আলোচনা করতে প্রস্তুত, এমনকি আমাদের প্রতিবেশীর সঙ্গেও। প্রতিবেশীর উদ্দেশ্য আমি বলতে চাই, যেসব গুরুতর সমস্যা আমাদের সম্পর্কে কাঁটা বিছিয়েছে— আলোচনার টেবিলে সেগুলোর সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। কারণ এ পর্যন্ত আমরা যত যুদ্ধ করেছি, সেসব কেবল দুই দেশের দারিদ্র্য, বেকারত্ব ও ক্ষয়ক্ষতি বাড়িয়েছে। ফলে আমরা শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য সূচকে কোনেও উন্নতি করতে পারিনি।”

১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক কখনও উষ্ণ- আন্তরিক ছিল না। বিগত ৭৬ বছরে তিনবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে এই দু’দেশ। সূত্র: জিও টিভি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর