৫ অক্টোবর, ২০২৩ ১৬:৫৯

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের টহল

অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক ও চিকিৎসা কর্মকর্তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, সৈন্যরা একটি সন্দেহজনক গাড়ি শনাক্ত করার পর বন্দুকযুদ্ধ শুরু হয়। সেখান দুই ব্যক্তি তুলকারেম এলাকার শুফা গ্রামের কাছে বসতি স্থাপনকারীকে লক্ষ্য করে গুলি চালায়।

সৈন্যরা ঘটনাস্থলে ছিল এবং গুলি বিনিময়ের পরে দুই সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। 

রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম বলেন, সাধারণত ইসরায়েলি বাহিনী যখন পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরে হামলা চালায়, তখন ফিলিস্তিনিরা অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে গুলি চালিয়ে প্রতিশোধ নেয়। তবে এবার নিহত ফিলিস্তিনিরা 'মোটরসাইকেলে থাকা এক ইসরায়েলি বসতিস্থাপনকারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর