৮ অক্টোবর, ২০২৩ ১১:১২

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

অনলাইন ডেস্ক

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে তা দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে

ভারতে একটি আতশবাজির দোকানে অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মূলত ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে তা দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।

পুলিশের বরাতে খবরে বলা হয়েছে, শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি আতশবাজির দোকানে আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন। 

কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেলে দোকানের সামনে ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে পটকা এবং অন্যান্য অত্যন্ত দাহ্য পদার্থের সাহায্যে আগুন দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পর সেখান থেকে বেশ কয়েক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার বাসিন্দা। এ ঘটনায় অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিকাণ্ডের শিকার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এর সামনে দুটি পোড়া গাড়ি রয়ে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর