তুরস্কের রাজধানী আঙ্কারায় জুমার নামাজের পর হাজার হাজার মানুষ মসজিদের বাইরে বিক্ষোভ করেছে। দেশটিতে সরকার গাজার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা তুর্কি ও ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে। প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে।
খবর অনুসারে, রক্তের দাগযুক্ত ডাক্তারদের কোট পরিহিত এক ডজন লোক গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে মৃত শিশুদের চিত্রিত পুতুল বহন করে। কিছু বিক্ষোভকারী ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা এবং একটি ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল