২১ অক্টোবর, ২০২৩ ১২:৩১

মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার হুঁশিয়ারি

ইরাকে এবার ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন অবস্থানরত মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বলা হয়েছে, মার্কিন সৈন্যরা ইরাক না ছাড়লে তাদের ঘাঁটিগুলো হামলার মুখে পড়বে। খবর আল-জাজিরার।

জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স বেশিরভাগের দায় স্বীকার করেছে। এসব হামলার পর এবার মার্কিন সেনাবাহিনী ইরাক ছাড়ার কথা বলে সতর্ক করার বিষয়টি সামনে এলো।

এদিকে, ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে গাজা থেকে সরিয়ে নিতে বলেছে সশস্ত্র সংগঠনটি। সেই সঙ্গে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

সশস্ত্র সংগঠনগুলো বিবৃতিতে বলেছে, 'এগুলো কেবল তাদের জন্য সতর্কবার্তা। এখনো গুরুতর কাজ শুরু হয়নি। ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে, তাহলে জর্ডানের সঙ্গে সীমান্তের দিকে মনোযোগ সহকারে নজর রাখতে হবে।'

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর