গাজায় হামাস পরিচালিত সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজা উপত্যকার ৫৬ জন নাগরিক রয়েছেন।
ইসরায়েল গাজাবাসীকে দক্ষিণ গাজায় সরে যেতে বলেছে। কিন্তু সেখানেও বোমা হামলা চলছে।
শনিবার এক বিবৃতিতে কার্যালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৫ জন। এদের মধ্যে ১ হাজার ৭৫৬ জন শিশু ও ৯৬৭ জন নারী। আহত হয়েছেন আরও ১৩ হাজার ৫৬১ জন।
ইসরায়েলে নিহতের সংখ্যা ১৪শ এর বেশি।
বিডিপ্রতিদিন/কবিরুল