বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতিসংঘের নেতৃত্বের জন্য গভীর ‘ব্যক্তিগত প্রশংসা’ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, হামাসের হস্তক্ষেপ ছাড়াই গাজার বেসামরিক নাগরিকরা যাতে খাদ্য, পানি, চিকিৎসা সেবা ও অন্যান্য সহায়তা পেতে পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, গাজার জনগণের কল্যাণের জন্য অপরিহার্য ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্য রেখে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা রাফাহ ক্রসিংটি চালু রাখতে সব পক্ষের সাথে কাজ চালিয়ে যাব। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল