ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভুয়া ও দখলদার ইসরায়েলি শাসনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের মিশরের সিনাই অঞ্চল এবং জর্ডানের কিছু অংশে জোরপূর্বক স্থানচ্যুত করা। আমির আবদুল্লাহ তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন।
গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যুদ্ধাপরাধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে ইসলামী দেশগুলোর কর্তৃপক্ষের সাথে আমির আবদুল্লাহিয়ান ধারাবাহিক কূটনৈতিক আলোচনা করছেন। এর অংশ হিসেবে রবিবার রাতে মিশর প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সাথে টেলিফোনে কথা বলেন তিনি।
ইহুদিবাদী সরকারের অপরাধ এবং গাজার বর্তমান সংকট নিয়ে মিশরের একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজনের কথা উল্লেখ করে আমিরআবদোল্লাহিয়ান সংঘাত বন্ধ এবং গাজার জনগণের কাছে মানবিক সহায়তা প্রেরণে মিশরের প্রচেষ্টার প্রশংসা করেন। সূত্র: ইরান নিউজ
বিডিপ্রতিদিন/কবিরুল