গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ অবরুদ্ধ ছিটমহলে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা প্রদানের জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, ‘আমরা আরব প্রজাতন্ত্র মিশরের কাছে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার এবং চিকিৎসা সহায়তা ও জ্বালানি আমদানির পাশাপাশি আহত ব্যক্তি ও রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
মন্ত্রণালয় প্রতিবেশী দেশগুলিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) শাখাগুলিকে রক্তদানের জন্য এবং জাতিসংঘকে উপকূলীয় অঞ্চলের হাসপাতালগুলিতে জ্বালানি সরবরাহের পক্ষে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল