২১ নভেম্বর, ২০২৩ ১১:১৬

মহাকাশে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

মহাকাশে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার মধ্যরাতে তৃতীয়বারের মতো গোয়েনাবৃত্তির জন্য স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করতে পারে বলে জানিয়েছে জাপানের গণমাধ্যম।

টোকিও জানিয়েছে, পিয়ংইয়ং তাদের উৎক্ষেপণের জন্য নয় দিনের সম্ভাব্য সময় সম্পর্কে অবহিত করেছে, যা ৩০ নভেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

জাপান বলছে, তারা দক্ষিণ কোরিয়ার সাথে কাজ করবে যাতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পথে অগ্রসর না হয়। 

জাপানের বক্তব্য, জোরালোভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ না করতে আহ্বান জানানো হয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন।

পিয়ংইয়ং এ বছর  দুইবার মহাকাশে একটি গোয়েন্দা উপগ্রহ স্থাপন করতে ব্যর্থ হয়েছে।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, পিয়ংইয়ংয়ের প্রজ্ঞাপনে তিনটি সামুদ্রিক অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে যেখানে স্যাটেলাইটবহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়বে বলে মনে করা হচ্ছে।

দুটি কোরীয় উপদ্বীপের পশ্চিমে এবং অন্যটি ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্বে অবস্থিত।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের চিফ ডিরেক্টর অব অপারেশনস কাং হো-পিল সতর্ক করে দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পদক্ষেপ এগিয়ে গেলে সিউল ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। সূত্র: বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর