১ ডিসেম্বর, ২০২৩ ১৬:১২

গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েল ফের হামলা শুরু করায় যা বলল ইরান

ইসরায়েলের হামলায় আহত এক শিশুকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছে এক ফিলিস্তিনি

গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক পোস্টে বলেন, ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর মার্কিন সরকারের অব্যাহত সমর্থনে ইহুদিবাদী ভ্যাম্পায়াররা নতুন করে হত্যা শুরু করেছে।

কানানি আরও বলেন, আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক ও আইনগত দায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই বর্ণবাদী শাসনকে সমর্থন করে এমন কয়েকটি সরকারের' ওপর বর্তায়।

উল্লেখ্য, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 আজ শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরার বরাতে জানানো হয়েছে, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর