১ ডিসেম্বর, ২০২৩ ১৭:৪৫

যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৪

অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৪

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরার বরাতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই আজ গাজায় হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল।

হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতা চলার মধ্যেই এ হামলা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুসারে হামাস নতুন করে কোনো জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর