সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই তাদের মোট মৃত সদস্যের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে আইডিএফের হামলায় নিহত হিজবুল্লাহ সদস্য এবং সিরিয়ায় নিহত বেশ কয়েকজন সদস্য।
ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা অনুমান করেছেন, এই সংখ্যা আরও বেশি। হিজবুল্লাহ হতাহতের প্রকৃত সংখ্যা ধামাচাপা দিচ্ছে বলেও মনে করছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহর হামলায়ও ইসরায়েলের বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল