৮ জানুয়ারি, ২০২৪ ১৮:৫৪

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬১

অনলাইন ডেস্ক

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬১

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। 

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন হাজারো মানুষ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর এখনো ১০৩ ব্যক্তি নিখোঁজ আছেন। ভূমিকম্পের ফলে বড় আকারে অগ্নিকাণ্ড দেখা দেয়। পশ্চিমাঞ্চলীয় ইশিকাওয়া প্রিফেকচারে সুনামির ফলে এক মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে। 

নোতো উপদ্বীপে প্রায় এক হাজার ভূমিধসের ঘটনা ঘটে। এতে সড়কগুলো বড় আকারে ক্ষতির শিকার হয়েছে। ভূমিকম্প ও ভূমিধসের আঘাতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সব মিলিয়ে প্রায় দুই হাজার মানুষ এখনো আটকে আছেন।

এর মাঝে গত দুই দিন পুরো অঞ্চলটি বরফে আচ্ছাদিত হয়েছে। কিছু জায়গায় রাতভর বরফ পড়ে, যা উচ্চতায় ১০ সেন্টিমিটারের সমান। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর