১৭ জানুয়ারি, ২০২৪ ১৭:৫৫

দক্ষিণ কোরিয়া এক নম্বর শত্রু, কোনো পুনঃএকত্রীকরণ সম্ভব নয় : কিম জং উন

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়া এক নম্বর শত্রু, কোনো পুনঃএকত্রীকরণ সম্ভব নয় : কিম জং উন

ফাইল ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়া হচ্ছে এক নম্বর শত্রু দেশ এবং তাদের সাথে আর কোনো পুনঃএকত্রীকরণ সম্ভব নয়। তিনি দক্ষিণ কোরিয়াকে এক নম্বর শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে সাংবিধানিক পরিবর্তন আনারও আহ্বান জানান।

উত্তর কোরিয়ার জাতীয় সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেয়া ভাষণে কিম জং উন বলেন, শোষণ এবং উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। এ প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দক্ষিণ কোরিয়ার সাথে আর পুনঃএকত্রীকরণ সম্ভব নয়।

১৯৫০ থেকে ৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়া পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এ পর্যন্ত যুদ্ধ অবসানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সময়ের ব্যবধানে দুই দেশের মধ্যে শুধু সম্পর্কের অবনতি ঘটেছে।

কিম জং উন বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে বলেন, আমরা যুদ্ধ চাই না কিন্তু যুদ্ধ এড়িয়ে যাওয়ারও কোন মনোভাব আমাদের নেই। কোরীয় উপদ্বীপে যুদ্ধের ক্ষেত্রে আমি মনে করি দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে দখল ও পুনরুদ্ধার করা এবং একে আমাদের প্রজাতন্ত্রের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ গতকাল জানিয়েছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণের বিষয়ে কাজ করা তিনটি সংস্থার তৎপরতা বন্ধ করে দেবে পিয়ং ইয়ং। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর