১৮ জানুয়ারি, ২০২৪ ১১:২৮

পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার পশ্চিম তীরের তুলকারেম ও বালাতা শরণার্থীশিবিরে এই হামলা চালানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তুলকারেম শরণার্থীশিবিরের ভেতর পাঁচজন নিহত হয়। শরণার্থী শিবিরের এক কর্মকর্তা জানান, বিপুলসংখ্যক ইসরায়েলি সেনা জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছেন। আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধবিমান।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলার খবর নিশ্চিত করেছে। 

আইডিএফ জানায়, তুলকারেমে অভিযানের সময় এ হামলা চালানো হয়। এতে ‘কয়েকজন সন্ত্রাসী নিহত’ হয়েছে।

এছাড়াও নাবলুস শহরের পূর্ব দিকে বালাতা শরণার্থীশিবিরের কাছে আলাদা হামলায় আল আকসা মার্টায়ারস ব্রিগেডসের পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। এটি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সশস্ত্র শাখা।


গোষ্ঠীটি বলেছে, হামলায় আবদুল্লাহ আবু শালালও নিহত হয়েছেন। গত বছরজুড়ে ‘কয়েকটি সন্ত্রাসী হামলার’ জন্য ইসরায়েলি সেনাবাহিনী শালালকে দায়ী করে থাকে।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। দেশটির সেনারা প্রায়ই ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালায়। সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর