ভারত থেকে ছয়জন যাত্রী নিয়ে মস্কোগামী রাশিয়ার একটি উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। শনিবার উড়োজাহাজটি উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।
এদিকে, আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে শনিবার রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারেন।
এক বিবৃতিতে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।
এর আগে, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি স্থানীয় লোকজনের কাছ থেকে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই