রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উৎপাদনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ইউক্রেনজুড়ে চালানো এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, আজ সকালে রুশ সশস্ত্র বাহিনী ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের স্থাপনাগুলোতে উচ্চ-নির্ভুল, দূরপাল্লার বিমান এবং ভূমি-ভিত্তিক অস্ত্র দিয় হামলা চালিয়েছে। এই স্থাপনাগুলোতে ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের উপাদান, গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরি করা হতো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলার লক্ষ্য অর্জিত হয়েছে। নির্ধারিত সব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল