রাশিয়ানিয়ন্ত্রিত ডোনেটস্ক শহরে ইউক্রেনের ছোড়া কামানের গোলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
ক্রেমলিন-সমর্থিত কর্মকর্তারা সোমবার এ কথা জানিয়েছেন।
২০১৪ সাল থেকে পূর্ব ইউক্রেনের ডোনেটস্কে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এরপর থেকে বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে এই অঞ্চল। রাশিয়ার অভিযোগ, এসব হামলায় ইউক্রেনের বাহিনী জড়িত।
রুশ সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ধ্বংসস্তূপের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। আরেক ভিডিওতে দেখা যায়, মাটিতে ছোট গর্তের মতো সৃষ্টি হয়েছে।
ডোনেটস্কের রাশিয়া-সমর্থিত প্রশাসনের প্রধান ডেনিস পুশিলিন বলেন, কালিনিনস্কি জেলায় শত্রুদের ছোড়া গোলার আঘাতে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিন বেসামরিক নাগরিক। সূত্র: দ্য মস্কো টাইমস, সিজিটিএন
বিডি প্রতিদিন/আজাদ