২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫৯

কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান থেকে ছাড়া পেলেন অস্ট্রিয়ার নাগরিক

অনলাইন ডেস্ক

কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান থেকে ছাড়া পেলেন অস্ট্রিয়ার নাগরিক

হার্বার্ট ফ্রিৎজ

গত মে মাসে আফগানিস্তানে গ্রেফতার হওয়া ৮৪ বছর বয়সী অস্ট্রিয়ার কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী হার্বার্ট ফ্রিৎজকে মুক্তি দিয়েছে তালেবান। রবিবার অস্ট্রিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কাতার সরকারের মধ্যস্থতায় ফ্রিৎজের মুক্তির পর রবিবার তিনি কাতারের দোহায় পৌঁছান।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরে তালেবান। অস্ট্রিয়া সরকারের আফগানিস্তানে ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা উপেক্ষা করে দেশটিতে ভ্রমণ করেন ফ্রিটজ। গত বছর তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়।

দোহায় পৌঁছানোর পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি এটি দুর্ভাগ্য ছিল তবে আমি আবার যেতে চাই।

 দোহায় পৌঁছানোর পর তার দুর্দশার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কিছু চমৎকার মানুষ ছিল কিন্তু কিছু বোকা লোকও ছিল, আমি দুঃখিত। ফ্রিটজ তার অপহরণকারীদের বর্ণনা দেন। 

গ্রেফতারের পর অস্ট্রিয়ার ডার স্ট্যান্ডার্ড পত্রিকা জানায়, ফ্রিৎজ আফগানিস্তানে গিয়েছিলেন এবং সেখানকার জীবন নিয়ে ইতিবাচক রিপোর্ট করছিলেন।

উগ্র ডানপন্থি একটি সংবাদমাধ্যমে ‘ভ্যাকেশনস উইথ দ্য তালেবান’ (তালেবানের সাথে অবকাশযাপন) শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর